পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ জানাতে কল করুন ১৬৮৯৯ নম্বরে।
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ লাইন ও পোল স্থানান্তরের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ নাছির ও মোহাম্মদ শাহ আলমের ছেলে মোহাম্মদ সাকিল। তাদের যথাক্রমে চার মাস ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার দক্ষিণ ঢেমশায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, দক্ষিণ ঢেমশায় অবৈধভাবে বিদ্যুতের লাইন ও দুটি পোল স্থানান্তর করে নাছির ও সাকিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে। এরপর এসিল্যান্ড এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মোহাম্মদ নাছিরকে ৪ মাস এবং সাকিলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS