Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ জানাতে কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। বিকাশ, রকেট, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানী সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট , কাঁচাবাজার, বিপণি বিতান বন্ধ রাখুন। এসি ব্যবহার করা পরিহার করুন। একান্ত ব্যবহার করতে হলে তাপমাত্রা ন্যুনতম ২৫ ডিগ্রী সেঃ রাখুন। সন্ধার পর হতে রাত ১২ টা পর্যন্ত মটর ,ইস্ত্রী, সেচ পাম্প, ওভেন, ওয়েল্ডিং মেশিন, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হোন। ধন্যবাদ।


শিরোনাম
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও‌ নিষ্কাশন কা‌জের জন্য নিরাপত্তার স্বা‌র্থে টি.কে গ্রী‌ডের ১৩২ কে‌ভি সঞ্চালন লাইন বন্ধ থাকা প্রসঙ্গে।
বিস্তারিত
আসসালামু আলাইকুম, চট্টগ্রাম পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তি-১ এর সম্মা‌নিত  গ্রাহক‌দের অবগ‌তির জন‌্য জানা‌নো যা‌চ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও‌ নিষ্কাশন কা‌জের জন‌্য নিরাপত্তার স্বা‌র্থে টি.কে গ্রী‌ডের ১৩২ কে‌ভি সঞ্চালন লাইন বন্ধ থাক‌বে। ফ‌লে উক্ত সময় প‌টিয়া (পল্লী বিদ‌্যুৎ আওতাধীন এলাকা) ও বোয়ালখালী উপ‌জেলায় নি‌ম্নে উল্লেখিত শি‌ডিউল মোতা‌বেক বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ থাক‌বে।
১। ২৩-০৭-২৫ ইং তা‌রিখ রোজ বুধবার সকাল ৮:০০ ঘ‌টিকা হ‌তে দুুপুর ২:০০ ঘ‌টিকা পর্যন্ত।  
২। ২৪-০৭-২৫ ইং তা‌রিখ রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘ‌টিকা হ‌তে বিকাল ৬:০০ ঘ‌টিকা পর্যন্ত।  
৩। ২৫-০৭-২৫ ইং তা‌রিখ রোজ শুক্রবার সকাল ৮:০০ ঘ‌টিকা হ‌তে দুুপুর ২:০০ ঘ‌টিকা পর্যন্ত।  
৪। ২৬-০৭-২৫ ইং তা‌রিখ রোজ শনিবার সকাল ৮:০০ ঘ‌টিকা হ‌তে দুুপুর ২:০০ ঘ‌টিকা পর্যন্ত।  
৫। ২৯-০৭-২৫ ইং তা‌রিখ রোজ মঙ্গলবার সকাল ৮:০০ ঘ‌টিকা হ‌তে দুুপুর ২:০০ ঘ‌টিকা পর্যন্ত।  
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা  আন্ত‌রিকভা‌বে দুঃখিত।
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/07/2025
আর্কাইভ তারিখ
30/07/2025